পাঁচ পৌরসভা ও ৬৬ ইউনিয়ন পরিষদে চলছে ভোটগ্রহণ
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ১০:০৬ | আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৩
সারা দেশের পাঁচ পৌরসভা ও ৬৬ ইউনিয়ন পরিষদে ভোট আজ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।
গতকাল বুধবার সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয় ভোটের সরঞ্জাম। প্রিসাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেয়া হয় এসব উপকরণ।
পাঁচটি পৌরসভা হলো, রাজশাহীর বাঘা, দিনাজপুরের বিরল, পঞ্চগড়ের বোদা, ফরিদপুরের আলফাডাঙ্গা ও নাটোরের বনপাড়া। ভোট ঘিরে পৌরসভা ও ইউপিগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
গত ৭ নভেম্বর নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম পাঁচটি পৌরসভা ও ৬৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের জন্য ৩ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১০ ডিসেম্বর।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত