পঞ্চগড়ে সারজিস আলমের সাথে বিএনপি নেতার বাকবিতন্ডা

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১৮:৫০ | আপডেট : ৪ এপ্রিল ২০২৫, ১১:০০

জাতীয় নাগরিক পার্টির -এনসিপি মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সাথে বিএনপি নেতার বাক বিতন্ডা। ঘটনাটি ঘটেছে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের কাযালর্রে সামনে।এ ঘটনার পর উপজেলা পরিষদ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তাঁদের মধ্যে তর্কাতর্কির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে সারজিস আলম ইউএনও কার্যালয়ে গিয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানদের ডাকেন এবং তাঁদের নিয়ে ইউএনওর সম্মেলনকক্ষে বৈঠক করেন। তবে ইউএনও সেখানে উপস্থিত ছিলেন না। বৈঠকের পরপরই বিএনপি নেতা মতিউর রহমানের সঙ্গে তাঁর বাকবিতন্ডা শুরু হয়।বিএনপি নেতা মতিউর রহমানের দাবি, তিনি বিএনপি নেতা ব্যারিস্টার নওশাদ জমিরের ঈদ শুভেচ্ছার কার্ড দিতে বিভিন্ন দপ্তরে গিয়ে জানতে পারেন, কর্মকর্তারা ইউএনও অফিসের সম্মেলনকক্ষে সারজিস আলমের সঙ্গে বৈঠকে ব্যস্ত। বিষয়টি তিনি বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান এবং পরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসককে (সার্বিক) বিষয়টি অবগত করেন। পরে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের বাইরে অপেক্ষায় ছিলেন।
এরপর বৈঠক শেষে সারজিস আলম ও সরকারি কর্মকর্তারা বেরিয়ে এলে মতিউর রহমান তাঁদের কাছে জানতে চান, তাঁরা অফিস সময়ে এ ধরনের বৈঠকে অংশ নিতে পারেন কি না। এমন জবাবে সারজিস আলম বলেন, আটোয়ারী উপজেলার উন্নয়নের স্বার্থে তিনি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং এটি কোনো অফিসিয়াল মিটিং ছিল না।
এ সময় মতিউর রহমান পাল্টা প্রশ্ন করেন, সরকারি কর্মকর্তারা কীভাবে একজন রাজনৈতিক নেতার ডাকে এ ধরনের বৈঠকে যোগ দেন এবং এটি কি সরকারি বিধিবিধানের মধ্যে পড়ে? উত্তরে সারজিস আলম বলেন, তিনি একজন নাগরিক হিসেবে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং তাঁদের কাছ থেকে উপজেলার বিভিন্ন সমস্যার তথ্য সংগ্রহ করেছেন।ওই তর্ক-বিতর্কের একপর্যায়ে মতিউর রহমান বলেন ‘আগে এনসিপি রাজনৈতিক দল ছিল না’ তখন সহযোগিতা করেছি। কিন্তু এখন তো এটা একটি রাজনৈতিক দল। জবাবে সারজিস আলম বলেন ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি করতে পারেন, তাহলে আমিও পারি।’ তখন মতিউর রহমান বলেন, ‘কিন্তু তিনি কোনো কনফারেন্স রুমে মিটিং করেন না।ঘটনার বিষয়ে জানতে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ( বর্তমানে আটোয়ারীর অতিরিক্ত দায়িত্বে রয়েছেন) শাহরিয়ার নজিরের সঙ্গে রাতে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তার মুঠো ফোনটি রিসিভ করেননি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত