পঞ্চগড়ে বিএনপির ৩১ দফা বিষয়ক কর্মশালায ভার্চচ্যুায়ালি যুক্ত ছিলেন তারকে রহমান  

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৯:০১ |  আপডেট  : ২৪ এপ্রিল ২০২৫, ২১:৪৯

পঞ্চগড়ে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় উপস্থিত নেতাকমর্েিদর মাঝে ব্য্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। বৃহস্পতিবার (২৪ এপ্রিল)  পৌরভবন চত্বরে এই কর্মশালার আয়োজন করা হয়। বিকাল সাড়ে চারটায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মশালায় বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশারফ হোসেন, পল্লি উন্নয়ন সম্পাদক ফরহাদ হোসেন আজাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।উক্ত কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে  পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত