মিরপুরে অবৈধভাবে নির্মিত ৮টি গেট ভেঙে দিয়েছে ডিএনসিসি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৫:২৭ | আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১৮:০৬

রাজধানীর মিরপুর সেকশন-২ নম্বরের রূপনগর আবাসিক এলাকার বিভিন্ন সড়কে অবৈধভাবে নির্মিত আটটি গেট ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পরিচালিত অভিযানে গেটগুলো ভেঙে উচ্ছেদ করা হয়।
এছাড়াও ফুটপাত ও রাস্তার প্রায় শতাধিক অবৈধ দোকান ও হকার উচ্ছেদ করে প্রায় এক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। ফুটপাত দখল করে দোকান পরিচালনা করায় একটি ফার্নিচারের দোকান ও একটি খাবারের দোকান মালিককে ৩ হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম।
আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, জনগণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে রাস্তা ও ফুটপাতর অবৈধ যেকোনো স্থাপনা উচ্ছেদ অভিযান ডিএনসিসির নিয়মিত কার্যক্রম। এটি চলমান আছে। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তাদের চলাচলে স্বস্তি ফিরিয়ে আনতে রাস্তায় অবৈধভাবে নির্মিত গেটগুলো আমরা ভেঙে দিয়েছি। এই গেটগুলো বিনা অনুমতিতে লাগানো হয়েছে, যার ফলে জনগণের ভোগান্তি সৃষ্টি হয়েছে। অন্যান্য সব রাস্তার অবৈধ গেটগুলো অপসারণে আমাদের অভিযান চলমান থাকবে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত