আদমদিঘীতে ছেলের স্ত্রীকে নির্যাতনের অভিযোগে শ্বাশুড়ী গ্রেপ্তার

  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ১৮:৫৩ |  আপডেট  : ২৪ এপ্রিল ২০২৫, ২১:৫১

বগুড়ার আদমদীঘি উপজেলার পল্লীতে এক প্রবাসী ছেলের স্ত্রীকে নির্যাতনের অভিযোগে শাশুড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিত গৃহবধু উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের বেজার গ্রামে। জানা গেছে, বেজার গ্রামের লিটন আলীর ছেলে আরমান হোসেনের সাথে নাটোর জেলার সিংড়া থানার নিখিরা গ্রামের ইদ্রিস আলীর মেয়ের সাথে প্রায় দুই বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর স্বামী আরমান বিদেশে চলে যায়। এদিকে স্বামীর অনুপস্থিতিতে নানান অজুহাতে শাশুড়ী, শ্বশুড় ও ননদ মিলে ওই গৃহবধুকে প্রায় সময় শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। এক পর্যায়ে বুধবার সকালে গৃহবধু আয়শা সিদ্দিকার সাথে সাংসারিক বিষয়াদি নিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করে শাশুড়ী তানজিলা বেগম। পরে শাশুড়ীর ইন্দনে শ্বশুড় লিটন আলী ও ননদ সাদিয়া বিবি লাঠি দিয়ে গৃহবধু আয়শা সিদ্দিকাকে এলোপাথারি পিটানোর সাথে কিলঘুষি মারতে থাকে এবং গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করার পাশাপাশি গৃহবধুর মাথার অর্ধেক চুল কেটে দেয়। এক পর্যায়ে স্থানীয়রা নির্যাতিত গৃহবধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় রাতে ওই গৃহবধুর বাবা ইদ্রিস আলী বাদী হয়ে থানায় শ্বশুড়, শাশুড়ী ও ননদের বিরুদ্ধে মামলা দায়ের করে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ শাশুড়ী তানজিলা বেগমকে গ্রেপ্তার করে এবং দুপুরে জেল হাজতে পাঠিয়েছে। এবিষয়ে সাংবাদিকরা যোগাযোগ করলে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস,এম মোস্তাফিুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত