সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে সম্মিলিত সমন্বয় ফ্রন্টকে জয়যুক্ত করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ১৭:০৫ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ২০:০৮
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) ২০২৬-২০২৮ মেয়াদী কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১৪ জানুয়ারি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
চিঠিটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) ও বায়রার প্রশাসককে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে আগামী ১৭ জানুয়ারি (শনিবার) নির্বাচন আয়োজন করা যাবে। বায়রার সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিসিসি)।
এ বিষয়ে বায়রার সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বায়রা সম্মানিত ভাই ও বোনেরা, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৭ জানুয়ারী বায়রার নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার আইডি কার্ড নির্বাচন কেন্দ্রে সংরক্ষিত থাকবে।
ভোটারদের অনুরোধ করে তিনি বলেন, সদস্যদের অধিকার আদায়ে প্রয়োজন অভিজ্ঞ, পরিক্ষিত ও মজবুত হাতের নেতৃত্ব। তাই বায়রার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম (সভাপতি পদপ্রার্থী) ও সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম (মহাসচিব পদপ্রার্থী)-এর নেতৃত্বাধীন “বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট”-এর ২৭ জন প্রার্থীকে আপনার মূল্যবান ভোট দিয়ে সিন্ডিকেট মুক্ত ও সদস্যবান্ধব বায়রা গঠন করার জন্য আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত