পঞ্চগড়ে আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে র্যালি
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১৮:০৪ | আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৬:৩৮
পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহাড়ি ইউনিয়নে শুরু হচ্ছে আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ২০২৫। এ উপলক্ষে মঙ্গলবার সকালে একটি সংক্ষিপ্ত র্যালি অনুষ্ঠিত হয়েছে।
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ এমন প্রতিপাদ্যে তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়েছে। তারই আলোকে ইউনিয়ন পর্যায়ে আন্ত ইউনিয়ন ফুটবল টুনার্মেন্টের আয়োজন করা হয়েছে।এ উপলক্ষে বেংহাড়ি ইউনিয়নের গড়েরডাঙ্গা বাজারে একটি সংক্ষিপ্ত র্যালি বের হয়। এসময় বেদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার নজির, সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ বেংহাড়ি ইউপি চেয়ারম্যান সাহেব আলী ইউপি সদস্য/সদস্যাগন সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
জানা যায়, বেদা উপজেলার ১টি পৌর সভা সহ দশটি ইউনিয়নের টিম এ খেলায় অংশ গ্রহন করবে। টুর্নামেণ্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ২২ জানুয়ারী। সমাপনি হবে ১৫ ফেব্রয়ারী। এতে সুপার সিক্্ের গ্রুপ এ ও গ্রুপ বি থাকবে। সুপার সিক্্র হবে ৬ জন।উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির বলেন দুটি করে ম্যাচ অনুষ্ঠি হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত