নাটোরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভোজাল গুড় জব্দ ও চিনির সিরাপ জব্দ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৩, ১১:৪৭ |  আপডেট  : ১৭ মে ২০২৪, ১৫:১১

নাটোরের গুরুদাসপুর ও সিংড়ায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ১৫ হাজার ৫শ কেজি ভেজাল গুড় এবং ৩৪ হাজার লিটার ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় ছয় ব্যবসায়ীকে ২ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার রাতে ভেজাল গুড় তৈরি, সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে ওই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর।

জব্দ করা ভেজাল গুড়

নাটোর র‌্যাব সদস্যরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, নাটোর জেলা কার্যালয়ের সঙ্গে  যৌথভাবে অভিযান পরিচালনা করে।
নাটোর র‌্যাব অফিসের কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুরুদাসপুর থানার কুমারখালী গ্রাম এবং সিংড়া থানার চকবলরামপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

এ সময় গুরুদাসপুরের মেসার্স ভাই ভাই ট্রেডার্স গুড় কারখানার মালিককে এক লাখ ৫০ হাজার, সিংড়ার সোহেল গুড় ভান্ডারের মালিককে ২০ হাজার, নুরুজ্জামান গুড় ভান্ডারের মালিককে ৩৫ হাজার, আজহারুল গুড় ভান্ডারের মালিককে ২৫ হাজার, তফিকুল গুড় ভান্ডারের মালিককে ১৫ হাজার এবং শাহিন গুড় ভান্ডারের মালিককে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় উল্লিখিত ভেজাল গুড় ও ভেজাল চিনির সিরাপ জব্দ করা হয়। জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত