গরম কাপড়ে ভরে উঠেছে ব্যবসায়িদের দোকান-পাট

নভেম্বরের শেষে বাড়তে পারে শীতের দাপট, দেশের সর্ব নিম্নতাপমাত্রা পঞ্চগড়ে    

  পঞ্চগড় প্রতিনিধি  

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৮:২৬ |  আপডেট  : ২০ নভেম্বর ২০২৫, ২০:২৮

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে জেঁকে বসতে পারে শীত। কার্ত্তিক পেরিয়ে অগ্রহায়ন মাস প্রথম সপ্তাহ অতিবাহিত হওয়ার পথে। তেমন তীব্র শীতের দেখা নেই। অথচ কার্ত্তিক পার হওয়ার পরেই শীতের দাপট পড়ে পঞ্চগড় জেলার সবর্ত্র। কনকনে শীত না আসলেও মৌসুমের প্রভাবে শীতের আমেজ বাড়ছে।

এদিকে তেতুঁলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে বাতাসে আর্দ্রতা ছিল ৬১ শতাংশ। বৃহষ্পতিবার ভোর থেকে আকাশে ঘন কুয়াশা না থাকলেও তেঁতুলিয়া, দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী ও পঞ্চগড় সদরসহ সব উপজেলাতেই ভোররাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা কিছুটা অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে সেই তীব্র শীত কমতে থাকে। 

 এদিকে তেতুঁলিয়া আবহাওয়া অফিস গত ছয় দিন ধরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। বুধবার ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, সোমবার ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, রোববার ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, শুক্রবার ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। টানা কয়েক দিন ধরে স্থিতিশীল আবহাওয়ার পর বৃহষ্পতিবার তাপমাত্রা ১৩ ডিগ্রি ঘরে নেমে আসায় শীতের অনুভূতি আরো বেড়েছে।
  
সদর উপজেলার গড়িনাবাড়ী এলাকার রবিউল ইসলাম বলেন, ভোরে মাঠে যাওয়া কঠিন হয়ে পড়ে, হাত-পা জমে আসে।রোদ উঠলে কিছুটা স্বস্তি পাওয়া যায়।এছাড়া গরম কাপড়ের দোকানগুলোতে শীতের সাথে সাথে ব্যবসায়িরা  বিভিন্ন কাপড়ে দোকান ভরে তুলেছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, কয়েকদিন ধরে ১৪ ডিগ্রিতে অবস্থান করলেও বৃহষ্পতিবার তা কমে ১৩ দশমিক ৯ ডিগ্রিতে নেমে এসেছে। নভম্বরের মেষ নাগাদ তাপমাত্রা আরো কমতে পারে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত