নন্দীগ্রামে মাটি পরীক্ষা ও মৃত্তিকা ব্যবস্থাপনা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৭:৫৬ |  আপডেট  : ১৫ নভেম্বর ২০২৫, ২০:৫১

বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার (এমএসটিএল) এর মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকের মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার ব্যবহার এবং মৃত্তিকা ব্যবস্থাপনার সুপারিশ প্রদানের লক্ষ্যে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ডা. বেগম সামিয়া সুলতানা। পরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট রাজশাহী বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সোহেল মো. শামসুদ্দীন ফিরোজ, বগুড়া আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ আহসান রেজা চৌধুরী, বগুড়া আঞ্চলিক গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমিনুল ইসলাম ও নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক। 

সেসময় প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শর্মিলী ইসলাম। এরপর পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মৃত্তিকা নমুনা সংগ্রহের নিয়ম, মাটি পরীক্ষার তাৎপর্য ও ফসলভেদে সুষম সার ব্যবহারের কৌশল এবং মৃত্তিকা ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি নিয়ে কারিগরি সেশন অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত