সাংবাদিকতায় নীতিনৈতিকতার কোন বিকল্প নেই-  মুন্সীগঞ্জে ওবাইদুর রহমান শাহিন

  মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৫:১৪ |  আপডেট  : ১৫ নভেম্বর ২০২৫, ১৬:৩৩

সাংবাদিকতায় নীতিনৈতিকতার কোন বিকল্প নেই।সাংবাদিকতায় তথ্য যাচাইয়ের অগ্রাধিকার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন সাংবাদিকের নিরপেক্ষতা সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অত্যন্ত জরুরি। নিউজের সাথে জনসংশ্লিষ্টতা থাকা জরুরি।  সত্য সংবাদ প্রকাশের ক্ষেত্রে সকল সাংবাদিকে আপোষহীন হতে হবে। মুন্সীগঞ্জ জেলার সাংবাদিকদের জন্য ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণে এসব কথা বলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহিন। ১৫ ই নভেম্বর শনিবার সকাল ১১ টায় মুন্সীগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। 

মুন্সীগঞ্জে ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণে বাংলাদেশ ফেডারেল ইউনিয়নের সভাপতি ওবাইদুর রহমান শাহিন সাংবাদিকতার পেশাগতগত দায়িত্ব নিয়ে বিভিন্ন বিষয়ে তিনি বলেন, সাংবাদিকতাগণ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ। সাংবাদিকরা কলুষিত হলে গোটা দেশ ও অর্থনৈতিক অবস্থা এবং দেশের মানুষের জীবন বিপর্যস্ত হয়। গুজবের কারনে একটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়ে। তাই সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সকলের অনেক বেশি সর্তক হওয়া জরুরি।  অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে সততার সাথে পেশাগত দায়িত্ব পালনের সকল সাংবাদিকদের আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভ, ব্রাকের কমিউনিকেশন বিশেষজ্ঞ শাফাত রহমান, পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত সহ প্রশিক্ষণ নিতে আসা জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যম কর্মীরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত