আদমদীঘিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নির্বাচিত কমিটির অভিষেক
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৮:০৯ | আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ২০:৫১
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১টায় আদমদীঘির মুরইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই অভিষেক অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি শাখার সভাপতি প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সমিতির কেন্দ্রীয় কমিটির নির্বাহি সভাপতি এএম জিয়াউর রহমান। প্রধান শিক্ষীকা নুর জাহান বেগমের সঞ্চারনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া জেলা শাখার সভাপতি প্রধান শিক্ষক মোস্তফা কামাল স্বপন, জেলার সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের আহবায়ক সহকারি অধ্যাপক (অব:) গোলাম মোস্তফা, আদমদীঘি উপজেলা প্রধান শিক্ষক সমিতির শাখার সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক খানে আলম খান, সাংগঠনিক সম্পাদক প্রধান শিক্ষক আব্দুস ছামাদ, প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, প্রধান শিক্ষক মনজুরুর ইসলাম, প্রধান শিক্ষক আবু জাফর, প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, প্রধান শিক্ষক বেলাল হোসেন প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত