নন্দীগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেজে প্রতারণার চেষ্টা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ১৫:১৫ | আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১৮:২১
বগুড়ার নন্দীগ্রামে আবারো সক্রিয় হয়ে উঠেছে প্রতারকচক্র। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দের কাছে ফোন করে নিজেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিচয় দিয়ে সরকারি প্রকল্পের ল্যাপটপ ও কম্পিউটার দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করছে প্রতারকচক্র।
বিশেষ করে ০১৭৬৮৮৯৯৪০৫ নম্বরটি ব্যবহার করে প্রতারকচক্র ফোনে সরকারি সুবিধা দেওয়ার কথা বলে টাকা পাঠানোর চাপ সৃষ্টি করছে বলে জানা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ সর্বসাধারণের উদ্দেশ্যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন।
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আমি বা উপজেলা প্রশাসনের কেউ কখনো কোনো প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠানের নিকট থেকে সরকারি সুযোগ সুবিধার বিনিময়ে টাকা চাওয়ার প্রশ্নই আসে না। প্রশাসনের নাম ব্যবহার করে প্রতারণা করা একটি গুরুতর অপরাধ। সকল শিক্ষক মহোদয়দের প্রতি অনুরোধ এ ধরনের ফোন পেলে কোনো প্রকার লেনদেন করবেন না এবং সাথে সাথে বিষয়টি আমাদের জানাবেন। তিনি আরো বলেন, সরকারি প্রকল্পের ল্যাপটপ ও কম্পিউটার বা অন্যান্য উপকরণ সরবরাহের ক্ষেত্রে কোনো ব্যক্তিগত যোগাযোগ বা টাকা লেনদেনের প্রয়োজন নেই। সবকিছুই নিয়ম অনুযায়ী প্রদান করা হয়। প্রতারণার চেষ্টা ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই উপজেলার সব বিদ্যালয়ে সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট মোবাইল নম্বরটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে দেওয়া হয়েছে। অভিযুক্ত নম্বর থেকে আবারো এমন ফোন পেলে তাৎক্ষণিকভাবে থানায় বা উপজেলা প্রশাসনকে জানাতে অনুরোধ করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত