নন্দীগ্রামে প্রাথমিক বিদ্যালয়ে মূল্যবান সামগ্রী চুরি

  নাজমুল হুদা

প্রকাশ: ১ জানুয়ারি ২০২৬, ১৩:০৫ |  আপডেট  : ১ জানুয়ারি ২০২৬, ১৫:৫৮

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের চকদেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। ওই বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে দুটি ল্যাপটপ ও দুটি প্রজেক্টরসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিত কুমার সরকার বলেন, শোক দিবস উপলক্ষ্যে বুধবার সকালে বিদ্যালয়ে পতাকা অর্ধনমিত করতে এসে দেখি বিদ্যালয়ের মেইন গেট ও অফিস কক্ষের তালা ভাঙ্গা। পরে অন্যান্য শিক্ষকদের খবর দিলে তারা বিদ্যালয়ে উপস্থিত হলে অফিস কক্ষে ঢুকে দেখতে পাই চোরেরা কয়েকটি আলমারি ভেঙে একটি ডেল ল্যাপটপ, একটি ওয়ালটন ল্যাপটপ, দুটি প্রজেক্টর, একটি প্রিন্টার, দুটি সাউন্ড সিস্টেম, একটি রাউটার, বিভিন্ন ডিভাইসের ক্যাবল, ডিজিটাল ঘড়ি ও প্রাক-প্রাথমিক শ্রেণীর শিক্ষা উপকরণসহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে গেছে। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান বলেন, ঘটনাটি দুঃখজনক। বিষয়টি সর্ম্পকে অবগত হয়েছি। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে থানায় অভিযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি প্রক্রিয়াধীন রয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত