মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ আহত -১০
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৮:২০ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৯:৩০
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।(৩০ ডিসেম্বর) মঙ্গলবার বিকাল ৩টা থেকে ৫ টা পর্যন্ত মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকায় ধাওয়া পাল্টা চলে।এতে কমপক্এষে ১০ জন আহত হয়েছে। এই ঘটনায় ২ ঘন্টা ব্যাপী ঢাকা বরিশাল মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও পরে পুলিশের সহায়তায় সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড় মেহের এলাকার সরদার ও হাওলাদার বংশের মধ্য বিরোধ চলে আসছে। এরই জেরে বিকালে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে পুরো এলাকা আতঙ্কে কেঁপে ওঠে।সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। আতঙ্কে এলাকাবাসী নিরাপদ স্থানে আশ্রয় নেয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে । এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক নয়। পরিস্থিতি স্বাভাবিক আনার চেষ্টা চলমান রয়েছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরিদা রফিক ভাবনা বলেন,মোস্তফাপুরে দুই পক্ষের সংঘর্ষের পুলিশ সেনাবাহিনী নিয়ে আমরা ঘটনার স্থানে অবস্থান রয়েছে। এটি একটি আধিপত্য বিস্তার ও অন্ত কোন্দলে এ সংঘর্ষ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত