খালেদা জিয়ার মৃত্যুতে পঞ্চগড় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৯ | আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫, ২০:৩১
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক দিবসে পঞ্চগড়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বলেয়াপাড়া গ্রামে ওই শীতবস্ত্র বিতরণ করে রংপুর কেমিক্যাল রিমিটেড। শীতবস্ত্র বিতরণ করার আগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রংপুর কেমিক্যাল লিমিটেডের চেয়ারম্যান নাহিদ ইয়াসমিন প্রধান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পাঁচ শতাধিক দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত