নন্দীগ্রামে পিতা-পুত্র গ্রেপ্তার 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৯:০৭ |  আপডেট  : ২৯ এপ্রিল ২০২৫, ০৪:১৭

বগুড়ার নন্দীগ্রামে মারপিটের ঘটনায় দায়েরকৃত মামলায় থানা পুলিশ পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের দেওতা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আনিছুর রহমান (৪৩) ও তার ছেলে রবিউল ইসলাম (২৪)। জানা গেছে, রবিবার রাতে থানা পুলিশ নন্দীগ্রাম উপজেলার দেওতা গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু মুসা সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত