দাম নিয়ে সঙ্কায় কৃষক

কাউনিয়ায় ইরি বোরো-ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

  সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৬:১৮ |  আপডেট  : ২ মে ২০২৫, ১৬:৪২

শস্যভান্ডার নামে পরিচিত রংপুরে কাউনিয়ায় চলতি মৌসুমে প্রাকৃতিক কোন দূর্যোগ না হলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। ধানের ফলন ভালো হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা।

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে দিগন্ত মাঠ জুরে ধান আর ধান। যেদিকে দুই চোখ যায় শুধু ধান ক্ষেতের সমাহার। মিষ্টি রোদের হালকা বাতাসে দোল খাচ্ছে কৃষকদের সোনার ফসল। কাউনিয়ায় ১টি পৌরসভাসহ ৬ ইউনিয়নে এখন দিগন্তজুড়ে দোল খাচ্ছে সোনালী ধানের শীষ। চলতি মৌসুমে ইরি-বোরো ধানের বাম্পার ফলনের আশায় কৃষকরা বুক বেঁধেছে। বিস্তীর্ণ মাঠের কোথাও কোথাও সোনালি ফসল কৃষকরা কাটতে শুরু করেছেন।

নিজপাড়া গ্রামের কৃষক নাসির উদ্দিন জানান, আবহাওয়া অনুকুলে থাকায় এবার ধানের ফলন বেশ ভালো হয়েছে। রাত-দিন পরিশ্রম করে ধানের আবাদ করতে হয়। ধান লাগানোর পর নিয়মিত পরিচর্যাও করতে হয়। তেল-সারের দাম বৃদ্ধিতে গতবারের চেয়ে এ বছর খরচটা বেশি হয়েছে। ন্যায্য দাম না পেলে কৃষকের বিশাল ক্ষতির মুখে পড়তে হবে।

গদাই গ্রামের কৃষক শাহাজাহান মন্ডল বলেন, জমিতে সময় মতো পানি সার কীটনাশক দেওয়ায় ধান ভাল হয়েছে। ঝড় বৃষ্টি না হলে ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নজরদারির মাধ্যমে কৃষকদের কাছ থেকে সহজ ভাবে খাদ্য গুদামে ধান দিয়ে ন্যায্য দাম প্রাপ্তির নিশ্চয়তার দাবী কৃষকের।

উপ-সহকারী কৃষি কর্মকর্তাবাদল চন্দ্র জানান, ইরি-বোরো মৌসুমে কৃষক যাতে লাভবান হয় সে জন্য আমরা সার্বক্ষণিক নজর রাখছি। এবার ধানে মাজড়া পোকার আক্রমণ তেমন একটা হয়নি। যেখানেই সমস্যা দেখা যাচ্ছে সেখানেই দ্রুত পদক্ষেপ নেয়া হয়েছে। ফলে আমরা আশা করছি, এবার রেকর্ড পরিমাণ ধানের ফলন হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানিয়া আকতার জানান, উপজেলায় চলতি মৌসুমে ৭৫৩৫ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে, অর্জন হয়েছে ৭৬১৫ হেক্টর। ধানের উৎপাদন লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৩৩২৭৮ মেঃ টন। আমরা চলতি মৌসুমে ৩০০০ চাষিকে প্রনোদনা দেয়া হয়েছে। আশা করছি এবার রেকর্ড পরিমাণবোরো ধানের ফলন হবে। 

কা/আ 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত