নন্দীগ্রামে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  নাজমুল হুদা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১৪:৩০ |  আপডেট  : ১৬ নভেম্বর ২০২৫, ১৬:৩০

বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সভাকক্ষে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আকতার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নওয়াব আলী। 

এতে অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি নন্দীগ্রাম উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াছিন আলী, সাংগঠনিক সম্পাদক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেন ও কোষাধ্যক্ষ অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হাই। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, প্রধান শিক্ষক রহমতুল্লাহ ও সহকারী শিক্ষক আনোয়ার হোসেন। 

সম্মেলনের দ্বিতীয় পর্বে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নন্দীগ্রাম উপজেলা শাখার ১৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিল উদ্দিনকে সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নবগঠিত এই কমিটি আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে দায়িত্বগ্রহণ করবে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত