লৌহজংয়ে রিক ও লায়ন্স ক্লাবসের উদ্যোগে চক্ষু ক্যাম্প

  মিজানুর রহমান ঝিলু, লৌহজং

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১২:০৪ |  আপডেট  : ১৬ নভেম্বর ২০২৫, ১৫:০০

মুন্সীগঞ্জের লৌহজংয়ে রিক ও লায়ন্স ক্লাবসের যৌথ উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলার হলদিয়া জাগরণী সংঘে পাঁচ শতাধিক মানুষকে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রমে সার্বিক সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ও প্রবীণ কল্যাণ কর্মসূচি (ওডব্লিউপি)।

চক্ষু ক্যাম্প অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিকের প্রবীণ কল্যাণ কর্মসূচি সংশ্লিষ্ট  কর্মকর্তা ফেরদৌসী বেগম। ফেরদৌসী বেগম জানান, বাংলাদেশের তৃণমূল পর্যায়ের প্রবীণ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) তিন দশকেরও অধিক সময় ধরে প্রবীণদের কল্যাণের জন্য বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছে।

প্রবীণ ইস্যুতে কাজ করতে গিয়ে রিক তার অভিজ্ঞতা থেকে উপলব্ধি করেছে যে, অন্যান্য বয়সীদের তুলনায় প্রবীণদের স্বাস্থ্য সমস্যা অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে, অথচ এ বিষয়ে সহায়তা পাওয়ার ব্যবস্থা এবং পরিমাণ খুবই অপ্রতুল। অর্থের অভাবে যে সকল দুঃস্থ এবং দরিদ্র প্রবীণরা রোগে ভুগছেন এবং প্রয়োজনীয় মূহুর্তে চিকিৎসা সেবা পাওয়ার ন্যূনতম সুযোগ পাচ্ছেন না, সেই সকল প্রবীণদের চিহ্নিত করে ‘রিক’ এর সকল কর্ম এলাকায় চিকিৎসক নিয়োগ করে তাদের জন্য স্বাস্থ্য সহায়তা এবং স্বাস্থ্য পরামর্শ দেয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্য কর্মসূচি ও চক্ষু ক্যাম্প আয়োজন করে চোখের অস্ত্রোপ্রচারসহ চোখের অন্যান্য সেবা প্রদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)  শনিবার লায়ন্স ক্লাবস ৩১৫ বি১ এর যৌথ উদ্যোগে এ চক্ষু ক্যাম্পের আয়োজন করে। রোগীদের চক্ষু পরীক্ষাসহ মোট ৫৫২ জন রোগীর ব্যবস্থাপত্র ও ঔষধ দেওয়া হয় এবং ২১ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয়। চক্ষু ক্যাম্পটি উদ্বোধন করেন জেলা গভর্নর ড. মো. সারোয়ার জাহান জামিল।

বক্তব্য রাখেন ফার্স্ট ভাইস জেলা গভর্নর খন্দকার মাজহার এবং সেকেন্ড ভাইস জেলা গভর্নর মো. রফিকুল বারী। এছাড়াও উপস্থিত ছিলেন ফোরাম ফর দ্যা রাইটস অব দ্যা এল্ডারলি'র বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট ড. শরিফা বেগম। এ সময় আরও উপস্থিত ছিলেন রিকের প্রবীণ কর্মসূচি সংশ্লিষ্ট কর্মকর্তা ফেরদৌসী বেগম, শাবানা জেসমীন, ম্যানেজার (এইচআর) কাজী হারুন অর রশীদ, এরিয়া ম্যানেজার জয় সরকার, লৌহজং উপজেলা প্রবীণ কল্যাণ সংঘের সভাপতি নূর মোহাম্মদ শিকদার, সাধারণ সম্পাদক আজাহার হোসেন, রিকের হলদিয়া শাখার ব্যবস্থাপক মাহিদুল ইসলাম। ক্রেডিট অফিসার মো. মাহমুদউল্লাহ, মো. আলামিন, শামিম আহমেদ, শাহজালাল খান, এম আই এস দেলোয়ার হোসেন, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রবিউল ইসলাম।

কা/আ 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত