নতুন ব্রিটিশ পাউন্ড প্রকাশ, নেই এলিজাবেথের ছবি
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ১২:০৩ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:২২
নতুন ব্রিটিশ পাউন্ড প্রকাশ করেছে ব্যাংক অব ইংল্যান্ড। তবে তাতে রানি এলিজাবেথের ছবি নেই। তার পরিবর্তে রাজা তৃতীয় চার্লসের প্রতিকৃতি বসানো হয়েছে। দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
তবে এখনই সেগুলো বাজারে আসছে না। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে মুদ্রাগুলো মার্কেটে আসবে।এ ধাপে ৫, ১০, ২০ ও ৫০ মূল্যমানের পাউন্ডে রদবদল এসেছে। এসব মুদ্রার সম্মুখভাগে রাজা চার্লসের ছবি সন্নিবেশিত হয়েছে। বাম দিকেও তার প্রতিকৃতি বসেছে।
স্বাভাবিকভাবেই রানি এলিজাবেথের ছবি নেই। তবে তার প্রতিকৃতি সম্বলিত মুদ্রাগুলো বাজেয়াপ্ত করা হবে না। সেগুলোও বাজারে চলবে।
রানি মরে যাওয়ার পরই যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছিল, প্রথা অনুযায়ী ব্রিটিশ মুদ্রায় পরিবর্তন আসবে। তবে সেটা সময়সাপেক্ষ ব্যাপার।
এরই মধ্যে সেই কার্যক্রম শুরু হয়েছে। বরাবরের মতো এবারও নিরাপত্তার জন্য মুদ্রাগুলোর বামদিকে পলিমার পালিস্টিক ব্যবহার করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত