নতুন জামা পড়ে ঈদ করা হলোনা কাঠমিস্ত্রী রকির
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ১৪:৩৩ | আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৫:৪৬
বগুড়ায় ঈদ মার্কেট শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সামিউল ইসলাম রকি (১৮) নামের এক কাঠমিস্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ৩ টার দিকে রংপুর-বগুড়া মহাসড়কের শিবগঞ্জ উপজেলার হাতিবান্ধায় ঘটনাটি ঘটে। রকি সদর উপজেলার লাহেড়িপাড়া ইউনিয়নের রায় মাঝিড়া গ্রামের মন্তেজার রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, রকি ঈদ মার্কেট করার জন্য শিবগঞ্জের মহাস্থনে গিয়েছিলেন। মার্কেট শেষে জুম্মার নামাজ পড়ে সিএনজিতে করে তিনি নিজ বাড়িতে ফিরছিলেন। রকি সিএনজির সামনে বসে মাথা বাহিরে বের করে রেখে ছিলেন। সিএনজি মহাস্থান ব্রিজ পার হলে রংপুরগামী একটি কোচ বাস পেছন থেকে রকি মাথায় বাড়ি দেয়। এরপর তিনি মহাসড়কে ছিঁটকে পড়লে ঘটনাস্থলেই মারা যান। পরিবারের সদস্যরা ঘটনাটি জানতে পেরে পুলিশ আসার আগেই বিকেল ৪টার দিকে রকির লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
লাহেড়িপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনার পরেই রকির লাশ পরিবারের সদস্যরা উদ্ধার করে নিয়ে আসে। এছাড়াও রকি যেই সিএনজিতে ছিল ও ঘাতক কোচ বাসটি পালিয়ে যাওয়াই কাউকেই শনাক্ত করা সম্ভব হয়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত