ধন্যবাদ শেখ হাসিনা এবং পুরো বাংলাদেশের জনগণকে: আর্জেন্টিনার প্রেসিডেন্ট
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২২, ১২:৫১ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। আর্জেন্টিনার প্রেসিডেন্ট নিজ দেশ ও বাংলাদেশের পতাকা, ভালোবাসা, হাত মেলানোর চিহ্নসহ এ অভিনন্দন জানান। মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় ধন্যবাদ জানান তিনি।
টুইটে মেসিদের প্রেসিডেন্ট লিখেছেন, ‘ধন্যবাদ শেখ হাসিনা এবং পুরো বাংলাদেশের জনগণকে। সাম্প্রতিক সময়ে আমরা যে বন্ধন এবং পারস্পরিক স্নেহ দেখেছি, তা বর্ণনাতীত। আজ দুই দেশের পতাকা এখানেও (আর্জেন্টিনায়) উড়ছে। আসুন এ বন্ধন আরও গভীর ও দৃঢ় করি।’
টুইট বার্তায় আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো চিঠিও প্রকাশ করেছেন।
এদিকে আর্জেন্টিনার ফুটবল বিশ্বকাপ জয়ে দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে গত সোমবার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই মঙ্গলবার ওই চিঠির জবাবে এক টুইট বার্তায় শেখ হাসিনাকে ধন্যবাদ জানালেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট।
কাতারের লুসাইল স্টেডিয়ামে গত রোববার রাতে বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারায় আর্জেন্টিনা। ৩৬ বছর পর পায় বিশ্বকাপ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত