দেশে ফিরেছেন বাংলাদেশের টাইগাররা
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ১২:৪৬ | আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৪:২০
বিশ্বকাপে ভরাডুবির পর দেশে ফিরেছেন বাংলাদেশের টাইগাররা । সাকিব বাহিনী সেমিফাইনাল খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ মিশনে গেলেও ব্যর্থতা সঙ্গী করে ফিরেছে। শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলে রবিবার সকালে চাটার্ড ফ্লাইটে সকাল সাড়ে ১০টায় দেশে ফিরেছে বাংলাদেশ দল।
ফ্লাইট বিলম্বের কারণে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর বাংলাদেশের ক্রিকেটাররা দেশের মাটিতে পা রেখেছেন। বিদেশি কোচিং স্টাফ ছাড়া দেশে ফিরেছেন টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরাও। ফিরে এসেছেন সকল ক্রিকেটাররাই। নিয়মিত অধিনায়ক সাকিবতো আগে ভাগেই দেশে ফিরেছেন।
এবারের বিশ্বকাপে বাংলাদেশ সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে গিয়েছিল। জয় দিয়েই শুরু হয়েছিল তাদের মিশন। কিন্তু যতই দিন গড়িয়েছে একের পর এক হারে স্বপ্ন ফিকে হয়ে গেছে। শেষ পর্যন্ত আট নম্বরে থেকে বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ।
অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পুরোপুরি নিশ্চয়তার জন্য বাংলাদেশের তাকিয়ে থাকতে হবে আজকের ভারত-নেদারল্যান্ডস ম্যাচের দিকে। ভারত জিতলে টেবিলের আট নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হবে বাংলাদেশের। আর হারলে নেদারল্যান্ডস চলে যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
রবিবার দেশে ফিরলেও খুব বেশি বিশ্রাম পাচ্ছেন না শান্ত-লিটনরা। কেননা চলতি মাসের শেষ সপ্তাহে শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২৮ নভেম্বর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেটে। এরপর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। আর টেস্ট দুটি খেলতে আগামী ২২ নভেম্বর ঢাকায় পা রাখবে কিউই দল।
সান
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত