দেশে প্রাণহানি কমলেও বেড়েছে শনাক্ত

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ মার্চ ২০২২, ২০:২৪ |  আপডেট  : ১ মে ২০২৪, ০৬:০০

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জনের মৃত্যু হয়েছে। তিনি একজন পুরুষ এবং সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১১২ জনে।

আজ সোমবার (১৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। একই সময়ে করোনা শনাক্তে নমুনা পরীক্ষায় নতুন ২৩৯ জন রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক শূন্য ৭৫ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৭৮টি ল্যাবরেটরিতে ১৩ হাজার ৬৩৫টি নমুনা সংগ্রহ ও ১৩ হাজার ৬৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট শনাক্তকৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪৯ হাজার ৭২৫ জনে। আর মোট নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৪০৪ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। ১৪ মার্চ পর্যন্ত মোট মৃত ২৯ হাজার ১১২ জনের মধ্যে পুরুষ ১৮ হাজার ৫৮৮ জন ও মহিলা ১০ হাজার ৫২৪ জন। ২০২০ সালের ৮ মার্চ থেকে সর্বশেষ চলতি বছরের ১৪ মার্চ পর্যন্ত নতুন রোগী শনাক্তের হার ১৪ দশমিক শূন্য ২৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে ১ হাজার ৯২২ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৮ লাখ ৬২ হাজার ৮০৮ জনে। রোগী সুুস্থতার হার ৯৫ দশমিক ৫৪ শতাংশ। ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১ জন পঞ্চাশোর্ধ্ব এবং চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত