দেশে আজ করোনায় একজনের মৃত্যু; শনাক্ত বেড়েছে

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ১৯:৪৩ |  আপডেট  : ১৬ নভেম্বর ২০২৪, ১৯:০০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে একজন মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তি সিলেট বিভাগের। এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৯ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। আজ স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, দেশে গত ২৪ ঘন্টায় ৯ হাজার ৩৯৭ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮১ জন। আগের ২৪ ঘন্টায় ৭ হাজার ৯৭১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৪৩ জন। গতকালের চেয়ে করোনা সংক্রমণ বেড়েছে দশমিক ৩২ শতাংশ। গতকাল সংক্রমণের হার ছিল দশমিক ৫৪ শতাংশ। আজ তা কমে হয়েছে দশমিক ৮৬ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৯৭ হাজার ৩৫১ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫১ হাজার ৩৬৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ৬ হাজার ৭০২ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৬৫ জন। শনাক্তের হার দশমিক ৯৬ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৪৩ শতাংশ।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৯৯৩ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭৮ হাজার ৭৯৭ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ২৮ শতাংশ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত