দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপের ফাইনাল, আম্পায়ারিংয়ে থাকছেন যারা

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ১০:২৯ |  আপডেট  : ৩০ এপ্রিল ২০২৪, ১৫:৪৫

দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপের ফাইনাল। ১৯ নভেম্বর আহমেদাবাদে বসছে এবারের আসরের ফাইনাল। সেই ম্যাচকে সামনে রেখে ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে আইসিসি।

এবারের ফাইনালে আর দেখা যাচ্ছে না কুমার ধর্মসেনাকে। এবার ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন দুই ইংলিশ আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও রিচার্ড ক্যাটেলবোরাহ।

এর আগে ২০১৫ সালে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ফাইনালেও ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন ক্যাটেলবোরাহ। তবে আম্পায়ার হিসেবে এটি ইলিংওর্থের প্রথম ফাইনাল। তবে খেলোয়াড় হিসেবে ১৯৯২ সালের বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন তিনি।

এই দুই অভিজ্ঞ আম্পায়ারই ২০০৯ সালে আইসিসির আম্পায়ার তালিকায় অন্তর্ভুক্ত হন। দুইজনই এবারের দুই সেমিফাইনালে ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন। ইলিংওর্থ ছিলেন ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে এবং ক্যাটেলবোরাহ ছিলেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে।

এই দুইজন ছাড়াও থার্ড আম্পায়ার হিসেবে থাকছেন জোয়েল উইলস, চতুর্থ আম্পায়ার থাকছেন ক্রিস গ্যাফানি এবং ম্যাচ রেফারি থাকছেন এন্ডি পাইক্রফট।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত