দক্ষিণ এশিয়া কারাতেতে বাংলাদেশ : ৩২ খেলোয়াড়, পদক ৩১

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৫ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৭ |  আপডেট  : ২৯ এপ্রিল ২০২৪, ১৬:৫১

২৭ নভেম্বর-৩ ডিসেম্বর নেপালের কাঠমান্ডুতে দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় ও নেপাল কারাতে ফেডারেশনের আয়োজনে ৭ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা (ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব ২১ ও সিনিয়র) অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কারাতে দলের বিভিন্ন ক্যাটাগরি মিলিয়ে ৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বাংলাদেশ ৭ টি স্বর্ণ, ৮ টি রৌপ্য ও ১৬ টি তাম্র পদক (মোট ৩১) অর্জন করে ৩য় স্থান অর্জন করে।

৩০ টি স্বর্ণ, ২৩ টি রৌপ্য ও ৭ টি তাম্রপদক অর্জন করে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক নেপাল। খেলার পাশাপাশি জাজেজ ও কোচেস প্রোগ্রামও ছিল। একেএফ জাজ বি পরীক্ষায় ৭ এবং একেএফ সার্টিফাইড কোচেস পরীক্ষায় ৬ জন উত্তীর্ণ হন। কারাতে ফেডারেশনের তথ্য মতে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ।

খেলোয়াড়, কোচ এবং রেফারি ছাড়াও ফেডারেশনের কয়েকজন কর্মকর্তাও গিয়েছিলেন দক্ষিণ এশিয়ায় কারাতের সর্বোচ্চ প্রতিযোগিতায়। দক্ষিণ এশিয়ার কারাতে বাংলাদেশ কন্টিনজেন্ট ছিল ৫২ জনের। গতকাল রাতে বাংলাদেশ দল দেশে ফিরেছে। 

কাআ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত