তুমি নজরুল

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২২, ১১:৫৫ |  আপডেট  : ১৫ এপ্রিল ২০২৪, ০৩:১৭

এম হাবীবুল্লাহ 
---------------------


বাংলার বুলবুল তুমি নজরুল
কলমে ফুটালে তুমি নব নব ফুল
মাতোয়ারা এ ভুবন ফুলের সুবাসে
তারই ছোঁয়া পেতে সব অলিরা আসে।

প্রেম আর দ্রোহ মিলে কবিতার খেলা
দেশপ্রেমে উজ্জল নব এক ভেলা
ভেলা চড়ে পার হয় কত গুণীজন
তোমার মধুর গানে কেড়ে নেয় মন।

দেশের ক্রান্তিকালে তুমি মহাবীর 
জাতি দিলো সম্মান জাতীয় কবির
ভাষা আছে তুমি আছ হৃদয়ে আসীন
কী করে বাঙালি রবে তোমায় বিহীন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত