তিন দিনের ছুটিতে রাজধানীতে তিন বড় সমাবেশ

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ১১:১৫ | আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১২:২৮

টানা তিন দিনের সরকারি ছুটি আগামীকাল বৃহস্পতিবার (১ মে) থেকে শুরু হচ্ছে। এই ছুটিকে ঘিরে রাজধানী ঢাকায় তিনটি দল ও সংগঠন পৃথকভাবে বড় পরিসরে জনসমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে।
বিএনপির শ্রমিক সমাবেশ
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে আয়োজিত এ সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত থাকবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশে রাজধানী ছাড়াও নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইলসহ আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেবেন।
এনসিপির সমাবেশ
পরদিন শুক্রবার (২ মে) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আওয়ামী লীগের বিচার ও নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে এ কর্মসূচি পালিত হবে।
দলটির ঢাকা মহানগর শাখার ব্যানারে আয়োজিত সমাবেশে ১০ থেকে ১৫ হাজার লোকের উপস্থিতির আশা প্রকাশ করেছে এনসিপি।
হেফাজতে ইসলামের মহাসমাবেশ
ছুটির শেষ দিন শনিবার (৩ মে) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এক মাস ধরে প্রস্তুতি নেওয়া এই কর্মসূচিতে সংগঠনটির প্রধান দাবি-নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত প্রায় ৩০০টি মামলা প্রত্যাহার। একই সঙ্গে ২০১৩, ২০২১ ও ২০২৪ সালের ঘটনাগুলোতে নিহতদের হত্যাকাণ্ডের বিচার, নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল এবং সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপনের দাবি উত্থাপন করা হবে।
এছাড়া ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর নিপীড়নের প্রতিবাদও জানানো হবে।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত