তালেবান সরকারকে স্বাগত জানাল চীন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৩ |  আপডেট  : ২৫ নভেম্বর ২০২৪, ১৯:২০

মার্কিন মদদপুষ্ট সরকারকে হটিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে তালেবান। নতুন এই সরকারকে স্বাগত জানিয়েছে চীন।

বেইজিং বলেছে, তারা কাবুলে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার মাধ্যমে আফগানিস্তানে ‘তিন সপ্তাহের অরাজকতার’ সমাপ্তিকে স্বাগত জানিয়েছে। দেশটিতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তারা আহ্বান জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েবিন এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন তালেবানের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণা এবং কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সরকারে যুক্ত হওয়াকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।  

অন্যদিকে রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশই তালেবান সরকারের গতিবিধি লক্ষ্য করার পদ্ধতি গ্রহণ করেছে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত