তালাবদ্ধ ঘর থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, দেয়ালে লেখা ছিল হত্যার কারণ

  ঝিনাইদহ প্রতিনিধিঃ

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৮ |  আপডেট  : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৪

ঝিনাইদহে তালাবদ্ধ ঘর থেকে এক ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘরের দেয়ালে তাকে হত্যার কারণও লেখা ছিল। 

বুধবার (০৩ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার কেশবপুর গ্রাম থেকে তোয়াজ উদ্দিন শেখ নামের ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকালে তোয়াজ উদ্দিনের ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা তার স্বজনদের খবর দেয়। পরে স্বজনরা জানালা দিয়ে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ  রাতে ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে। 
পুলিশ জানিয়েছে, তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। নিহত তোয়াজ উদ্দিন শেখ গত সপ্তাহে ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে আসেন। স্ত্রী সন্তান না থাকায় তিনি বাড়িতে একাই বসবাস করতেন। গত সোমবার গ্রামের অনেকের সঙ্গে তার দেখা হয়। এরপর থেকে কেউ আর তাকে জনসম্মুখে দেখতে পায়নি।

এদিকে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির কারণে তাকে হত্যা করা হয়েছে বলে দেয়াল লিখন থাকলেও পুলিশ এ নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।

কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত