ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস উল্টে খাদে
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩, ১৩:১৩ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০২:২৮
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তারাবো সুপার নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এতে ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রামগামী লেন দিয়ে ৩৫-৪০ জন গার্মেন্ট শ্রমিক নিয়ে বাসটি আদমজী ইপিজেডের দিকে যাচ্ছিল। হঠাৎ মৌচাক এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসের ১০ জন শ্রমিক আহত হয়েছেন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবুল কাশেম আজাদ বলেন, ‘একটি বাস দুর্ঘটনা ঘটেছে। তবে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দীন।’
যোগাযোগ করা হলে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দীন বলেন, ‘মাদানীনগর মাদ্রাসার পাশে দিয়ে তারাবো সুপার নামে একটি বাস যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে দুজন আহত হয়েছেন। তাদের একজন হাতে এবং অপরজন পায়ে আঘাত পেয়েছেন। একজনকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে এবং অপরজনকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া আরও অনেকে সামান্য আহত হয়েছেন, তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। বাসের যাত্রীরা সবাই গার্মেন্ট শ্রমিক।’
তিনি জানান, ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হলেও ড্রাইভার-হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত