কাউনিয়ায় ভেজাল বিরোধী অভিযান

টেপামধুপুরে হাসান ট্রেডার্সের ৫০০০ টাকা জরিমানা

  কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২২, ১৯:৩২ |  আপডেট  : ৮ জানুয়ারি ২০২৫, ০২:৩৯

কাউনিয়া উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের ভেজাল বিরোধী অভিযানে টেপামধুপুরে হাসান ট্রেডার্সের ৫০০০টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা তারিন। 

কাউনিয়ায় টেপামধুপুরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনার সময় হাসান ট্রেডার্সে ভেজাল আলফা জিংক এবং ফেয়ার জিংক বিক্রয় করার অপরাধে ৫০০০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় তার সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, কল্লোল কিশোর সরকার ও পুলিশ সদস্য। ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী অফিসার তাহমিনা তারিন। এই অভিযান কে স্বাগত জানিয়েছে এলাকার সাধারন মানুষ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত