টিকা গ্রহণকারীর সংখ্যা প্রায় ৫ কোটি ছাড়িয়েছে

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১ অক্টোবর ২০২১, ০৮:৪৮ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৪, ০১:১৬

দেশে করোনাভাইরাসের টিকা গ্রহণকারীর সংখ্যা প্রায় ৫ কোটি ছাড়িয়েছে। এ পর্যন্ত দেশে মোট টিকা গ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ জনে। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ২৫ হাজার ৭ জন ও দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ৬৯ লাখ ২০ হাজার ২৪৮ জন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে টিকা নিয়েছেন ৭ লাখ ৭১ হাজার ২৫৯ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৬ লাখ ৩২ হাজার ৮৯৭ জন ও দ্বিতীয় ডোজের টিকা গ্রহণকারীর সংখ্যা ১ লাখ ৩৮ হাজার ৩৬২ জন।

দেশে এ পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৯০ লাখ ৮৭ হাজার ৭২৮ জনে। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করেছেন ৪ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার ২৪৩ জন এবং পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেছেন ৬ লাখ ৪২ হাজার ৪৮৫ জন।

গত ২৭ জানুয়ারি দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত