টিকার কার্যকারিতা হ্রাস করে অমিক্রন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ১০:৩২ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৪, ১২:০৬

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, ডেলটার চেয়ে করোনার অমিক্রন ধরন বেশি দ্রুত ছড়ায়। এটি টিকার কার্যকারিতা হ্রাস করে। তবে প্রাথমিক তথ্য অনুসারে, ধরনটি কম গুরুতর লক্ষণ সৃষ্টি করে।

গতকাল রোববার ডব্লিউএইচও এসব কথা জানায়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। চলতি বছরের শুরুর দিকে ভারতে করোনার ডেলটা ধরন শনাক্ত হয়। বিশ্বে করোনার বেশির ভাগ সংক্রমণের জন্য ডেলটা ধরনকে দায়ী করা হয়।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় অমিক্রন ধরন শনাক্ত হয়। এ ধরনের অনেক ‘মিউটেশন’ হয়েছে। এ কারণে অমিক্রনকে নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অমিক্রন শনাক্ত হওয়ার জেরে গত মাসে বিশ্বের বিভিন্ন দেশ দক্ষিণ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে। এ ছাড়া অভ্যন্তরীণ পর্যায়েও নানা বিধিনিষেধ জারি করা হয়।

ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ৯ ডিসেম্বর পর্যন্ত বিশ্বের ৬৩টি দেশে অমিক্রন ছড়িয়েছে। দক্ষিণ আফ্রিকায় অমিক্রনের দ্রুত সংক্রমণ লক্ষ করা গেছে।

ডব্লিউএইচও কারিগরি ব্রিফে বলা হয়েছে, প্রাথমিক তথ্য-প্রমাণ ইঙ্গিত দিচ্ছে, অমিক্রন ধরনটি সংক্রমণের বিরুদ্ধে টিকার কার্যকারিতা হ্রাস করে।

ডব্লিউএইচও আরও জানিয়েছে, বর্তমানে যেসব তথ্য-উপাত্ত রয়েছে, তার আলোকে বলা যায়, সংক্রমণের দিক দিয়ে অমিক্রন সম্ভবত ডেলটা ধরনকে ছাড়িয়ে যাবে। অমিক্রনের সংক্রমণে এখন পর্যন্ত মাঝারি বা উপসর্গবিহীন অসুস্থতা সৃষ্টি করছে। 

তবে ডব্লিউএইচও বলছে, অমিক্রনের তীব্রতা প্রতিষ্ঠার মতো যথেষ্ট তথ্য-উপাত্ত এখন পর্যন্ত নেই। অমিক্রনের সংক্রমণ শনাক্ত হওয়ার তথ্য গত ২৪ নভেম্বর ডব্লিউএইচওকে অবহিত করে দক্ষিণ আফ্রিকা। 

টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক গত সপ্তাহে জানায়, তাদের টিকার তিন ডোজ এখনো অমিক্রনের বিরুদ্ধে কার্যকর। 

যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো যেসব দেশে পর্যাপ্ত টিকা রয়েছে, তারা তাদের জনগণকে অমিক্রনের বিরুদ্ধে করোনার টিকার তৃতীয় বা বুস্টার ডোজ নিতে উৎসাহিত করছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত