লৌহজংয়ে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  মিজানুর রহমান ঝিলু

প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ১১:২৫ |  আপডেট  : ১ নভেম্বর ২০২৫, ১৪:৫০

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকেলে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা৷ উপজেলা যুবদলের আয়োজনে যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান পাভেল মোল্লার নেতৃত্বে সরকারি লৌহজং কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়৷ র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক ও মালির অংক মোড় হয়ে লৌহজং থানার সামনে গিয়ে শেষ হয়। এর আগে দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খণ্ড মিছিল নিয়ে কলেজ মাঠে নেতাকর্মীরা কলেজ মাঠে জড়ো হতে থাকে৷ র‍্যালি শেষে উপজেলা বিএনপির সদস্য সচিব হাবিবুর রহমান অপু চাকলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি মিজানুর রহমান সিনহা, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন প্রমুখ৷ র‍্যালিতে উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ১০ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে৷

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত