লৌহজংয়ে ঐক্য পরিষদের চার প্রবীন ব্যক্তি ও সংগঠকে সংবর্ধনা প্রদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ১০:৫৫ | আপডেট : ১ নভেম্বর ২০২৫, ১৫:১১
গতকাল শুক্রবার লৌহজং উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে সংগঠনের পাঁচ জন বয়োজ্যেষ্ঠ সদস্য ও সংগঠকদের সম্মামনা জানানো হয়।
ঐক্য পরিষদের দপ্তরে সংগঠনের সভাপতি অলক কুমার মিত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য অধ্যাপক ডাঃ গোবিন্দ চন্দ্র দাস। সংবর্ধিত ব্যক্তিরা হলেন প্রবীন শিক্ষক হরিদাস বিশ্বাস, অরুন কুৃমার বিশ্বাস, অরুন কুৃমার দাস, সংগঠক শংকর মৃধা। তাদের উত্তরীয় ও ফুল দিয়ে বরন করেন সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ।

দপ্তর সম্পাদক রনি ভট্টাচার্যের সন্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এডভোকেট সন্জীব মন্ডল , সংগঠনের বিগত দিনের কায্যাবলি উপস্থাপন করেন উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ শিবু । সভায় বক্তব্য রাখেন সজল কুমার দাস শম্ভু মন্ডল,গোপাল দাস, সনৎকুমার চক্রবর্তী ভজন লাল দাস, রতন কুমার পাল, , মহাদেব রায়, কৃষ্ণ ঘোষ, দুলাল দাস, নবীন বরন দাস, সুশান্ত চক্রবর্তী প্রমুখ। সভার প্রারম্ভে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট বিপ্লব সাহার বাবা ও উপজেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট সন্জীব মন্ডলের ভাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়।
সভায় বক্তারা বিগত দূর্গা পূজা উপজেলায় শান্তি পুর্ন ভাবে পালন করায় সকল রাজনৈতিক দল উপজেলা প্রশাসন পুলিশ সহ এলাকার জনগনকে ধন্যবাদ জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত