টঙ্গীবাড়িতে ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি
টঙ্গীবাড়ি প্রতিনিধি
প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ১১:২৯ | আপডেট : ১ নভেম্বর ২০২৫, ১৪:৫০
মুন্সীগঞ্জ টঙ্গীবাড়িতে ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে । এ ঘটনায় দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু কাওসার সোহেল মিজি বাদী হয়ে খলিল সৈয়াল ও মোহন সৈয়ালের বিরুদ্বে গত বুধবার টঙ্গিবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় । জানা গেছে, টঙ্গীবাড়ি উপজেলার দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু কাওসার সোহেল মিজির সাথে পাশের বেশনাল গ্রামের খলিল সৈয়াল ও মোহন সৈয়ালের সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার দুপুর ৩টার সময় ইউনিয়ন মুলচর ভূমি অফিসের সামনে পূর্ব বিরোধের জের ধরে আসামিরা অকথ্য ভাষায় চেয়ারম্যানকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। চেয়ারম্যান আবু কাওসার সোহেল মিজি জানান, আমি তাদের ভয়ে আতংকে বসবাস করছি। এর পূর্বে তারা আমার নিকট থেকে আমার মার নিজ নামীয় ব্যাংকের দুইটি চেক জোর করে আমার স্বাক্ষর নেয়। আমি তাদের বিরুদ্ধে গত ২৪ অক্টোবর তাদের নামে টঙ্গীবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেছি। যার নং- ৮৬৯। টঙ্গীবাড়ি থানার ওসি সাইফুল আলম বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে । তদন্ত করার জন্য দিঘীরপাড় পুলিশ ফাঁড়িকে দায়িত্ব দেওয়া হয়েছে ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত