আমি এখন মজলুম হিসেবে হেনস্তা হচ্ছি, সাংবাদিকদের বললেন ইউপি চেয়ারম্যান

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১ নভেম্বর ২০২৫, ১১:৩৬ |  আপডেট  : ১ নভেম্বর ২০২৫, ১৫:১৫

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আজগর আলীর বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত করেছেন উপজেলা নির্বাহী অফিসার। সম্প্রতি ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে ভাটার আদায়কৃত রাজস্ব আতœসাতের অভিযোগে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

আজগর আলী সাংবাদিকের নিকট বলেন, সংবাদ প্রকাশিত সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এ বিষয়ে ২১ অক্টোবর পরিষদে এসে স্ব স্ব ভাটা মালিকদের ডেকে নেন। এসময় ভাটা মালিকরা ধার্য্যকৃত রাজস্ব দিয়েছেন ‘ তার বেশী কোন অর্থ তারা দেননি।  বিষয়টি উপজেলা নিবার্হী অফিসার পরিদর্শন বইতে উল্লেখ করেছেন।

আর ইউনিয়ন পরিষদের অন্যান্য আয়ের অর্থ অনলাইনে জমা হয়। এর পর প্রয়োজনীয় মাফিক অর্থ উত্তোলন করে তা খরচ করা হয়। আমার প্রতিপক্ষ মিথ্যা তথ্য দিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করছেন। আমি একজন অসুস্থ মানুষ আমার বিরুদ্ধে যেনো আর মিথ্যা ও বানোয়াট তত্য দিয়ে সংবাদ প্রকাশিত না হয়। সে জন্য সকল গনমাধ্যম ভাইদের অনুরোধ করছি।

এছাড়া ওই ইউনিয়নের ইউপি সদস্য ফয়েজ উদ্দীন বলেন , আজগর আলী চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সাথে সাথে তার বিরুদ্ধে নির্বাচনী মামলা করা হয়। তখন থেকে তিনি আতঙ্কে আছেন । আমি জুলাইয়ের পর থেকে আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। আমাদের পরিষদের বিরুদ্ধে আনিত অভিযোগ একটি ব্যক্তি আক্রোশ হিসেবে করা হয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত