টানা ১৩ দিন প্রাণহানি নেই, শনাক্ত ১০

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৪ মে ২০২২, ১৭:১৮ |  আপডেট  : ১৭ এপ্রিল ২০২৪, ১৬:২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আর কেউ মারা যাননি। তবে এ সময়ে নতুন করে আরও ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫২ হাজার ৭৪৩। আর টানা ১৩ দিন দেশে করোনায় মৃত্যুহীন থাকায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭-ই রয়েছে।

বুধবার (৪ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১ হাজার ৬৬১টি। আর এ সময়ে অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৬৫৩টি। এ নিয়ে এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৯৮ হাজার ৯২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।


স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ৬০ শতাংশ। এখন পর্যন্ত পরীক্ষা বিবেচনায় মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৫ শতাংশ। 

গেলো একদিনে নতুন করে আরও ২৫২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে অধিদফতর। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১৮ লাখ ৯৬ হাজার ৫৩১। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১২ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত