জামালপুরে সুফি সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১৭:৩৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪
জামালপুরে হযরত খাজা শাহ মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহ:) এর জীবনদর্শনের আলোকে বিশেষ সুফি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১০ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে হযরত খাজা শাহ মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী অনলাইন সুফি সংগঠন এই সমাবেশের আয়োজন করে।
এসময় সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকের সভাপতিত্বে অধ্যাপক ড. গোলাম দস্তগীর, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা রওনাকুল ইসলাম, অধ্যাপক ড. মো: আজম আলী খান প্রমূখ।
বক্তারা বলেন, ইসলাম শান্তির ধর্ম, এখানে সন্ত্রাসের স্থান নেই। যারা বিভিন্ন সুফি-সাধকের মাজার ও দরবারে অস্ত্র নিয়ে হামলা ও অগ্নিসংযোগ করেছে আমরা তাদের পাল্টা প্রতিহত করতে চাই না।
বক্তারা আরও বলেন, হিংসা-বিদ্বেষ নয় ভালোবাসা দিয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে তাদেরকে সুফিবাদের পথে ধাবিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত