জাপানের কাছে আট গোলের লজ্জা আর্জেন্টিনার

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৮ |  আপডেট  : ১৩ নভেম্বর ২০২৪, ১৯:২৯

এবারের নারী বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ে জাপান। তবে আন্তর্জাতিক ফুটবলে জাপানের মেয়েরা কতটা শক্তিশালী, তা প্রমাণ করেছে শনিবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচে আর্জেন্টিনাকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে।

একদিন আগে চীনের হাংজুতে জাপানের এশিয়ান গেমসের দলটিও প্রথম ম্যাচে একই ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশকে। এবার ঘরের মাঠে জাপানের জাতীয় নারী দল মেসি-ম্যারাডোনার দেশকে রীতিমতো বিধ্বস্ত করেছে।

নারী ফুটবলে আর্জেন্টিনা তেমন শক্তিশালী নয়। এশিয়া সফরে এসে তারা জাপানের কাছে বড় ব্যবধানের হারের লজ্জা নিয়েই ঘরে ফিরছে।

দাপট দেখিয়ে খেলা ম্যাচে দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় জাপান। গোল করেন তানাকা। ৮ মিনিট পর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন হাসেগাওয়া।

২৫ মিনিটে তাকাহাশি গোল করলে জাপান এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন হাসেগাওয়া।

৬১ মিনিটে সেইকে, ৬৬ মিনিটে সুগিতা ও ৮০ মিনিটে ইউয়োকি পেনাল্টি থেকে গোল করেন। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সেইকে নিজের দ্বিতীয় গোলটি করলে ৮-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে জাপানি মেয়েরা।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত