জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পে–স্কেল পুনর্বিন্যাসের দাবিতে মানববন্ধন
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৩:৪৬ | আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ১৭:৪০
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবম পে–স্কেল বাস্তবায়নে বৈষম্য ও অসঙ্গতির প্রতিবাদ এবং আগামী ১৫ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে পে–স্কেল পুনর্বিন্যাসের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার [১৬ নভেম্বর[ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘কর্মচারী সমিতি [গ্রেড ১১–১৬]’ এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তারা বলেন, নতুন পে–স্কেলে বেশ কিছু গ্রেডে অসমতা সৃষ্টি হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জীবনযাত্রা ব্যাহত করবে। তারা দ্রুত এই বৈষম্য দূর করে পে–স্কেলের যথাযথ পুনর্বিন্যাস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা আরও সতর্ক করে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে ধারাবাহিক ও আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কর্মসূচিতে নেতৃত্ব দেন নজরুল ইসলাম [কাজল], সভাপতি, কর্মচারী সমিতি [গ্রেড ১১–১৬]। মানববন্ধন পরিচালনা ও সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মোঃ মনিরুজ্জামান [রাকিব], সাধারণ সম্পাদক, কর্মচারী সমিতি [গ্রেড ১১–১৬]। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা শান্তিপূর্ণভাবে তাদের যৌক্তিক দাবি উপস্থাপন করে ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত