পঞ্চগড়ে সপ্তাহব্যাপী সড়ক পরিষ্কার পরিছন্নতা কার্যক্রম কর্মসূচী
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৭:৫৯ | আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ২০:০৬
সকল রকম যানচলাচল নিরাপদ করার লক্ষ্যে পঞ্চগড়ে সপ্তাহব্যাপী সড়ক পরিষ্কার পরিছন্নতা কর্মসূচীর উদ্যোগ নিয়েছে পঞ্চগড় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কের বিসিক শিল্প নগরী এলাকার পাশে অবস্থিত ট্রাক টার্মিনাল হতে বিজিবি ব্যাটালিয়ান পর্যন্ত সড়কটিতে এই পরিষ্কার পরিছন্নতা শুরু হয়েছে।
সড়ক বিভাগ সূত্রে জানা যায়, শুক্ররবার থেকে এই কর্মসূচী শুরু হয়েছে। যা চলবে সপ্তাহব্যাপী। পাথর বালু খ্যাত পঞ্চগড়ে প্রতিদিন শত শত ট্রাক এ পথে দেশের নানা প্রান্তরে পরিবহন করা হয়। এর ফলে প্রতিদিন পরিবহন (ট্রাক) সমূহ এখানে সারিবদ্ধ ভাবে অবস্থান নেয়। এ কারণে সড়কটিতে ধূলা বালুর স্তূপ জমে ওঠে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সড়কটি নিরাপদ করতে সড়কটি পরিষ্কার পরিছন্নতা রাখতে সড়ক বিভাগ এই উদ্যোগ গ্রহন করেছে।
সড়ক ও জনপথ বিভাগ, পঞ্জগড় এর উপবিভাগীয় প্রকৌশলী (এসডিই) মো. মোতাহার হোসেন জানান, এটি একটি চলমান প্রক্রিয়ার অংশ। যা প্রতি দুইমাস অন্তর অন্তর চলবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত