জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন জীবন

  চট্টগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ২০:৩৩ |  আপডেট  : ৩ মে ২০২৪, ১৮:০৫

চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলী খেলার ১১৩তম আসরের চ্যাম্পিয়ন হয়েছেন তারিকুল ইসলাম জীবন। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বাসিন্দা। গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার হোমনার শাহাজালাল বলীকে হারিয়ে জয়ী হন তিনি।

সোমবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৩টা থেকে শহরের লালদিঘী মাঠে অস্থায়ী মঞ্চ করে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলা চলে বিকাল ৫টা পর্যন্ত। এতে দেশের বিভিন্ন স্থান থেকে ৭২ জন বলী অংশ নেন। প্রায় ৩০ মিনিটের লড়াই শেষে জীবন বলী তিন পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।

জীবন বলী ২০১৮ সালের ১০৯তম আসরে চ্যাম্পিয়ন এবং ২০১৯ সালে রানার্স আপ হন। ২০১২ সাল থেকে তিনি নিয়মিত জব্বারের বলী খেলায় অংশ নিচ্ছেন।

খেলায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। খেলা উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভির।

খেলা পরিচালনা করেন সাবেক কমিশনার আবদুল মালেকসহ চার জন। বাকি তিন জন হলেন, মো. জামাল, জাহাঙ্গীর ও কামরুজ্জামান রনি।

এবারের চ্যাম্পিয়নকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ২৫ হাজার টাকা ও ট্রফি। রানার আপকে দেওয়া হয়েছে ১৫ হাজার টাকা।

এদিকে বলী খেলাকে ঘিরে লালদিঘী মাঠে বসেছে বৈশাখী মেলা। রবিবার থেকে শুরু হওয়া মেলা চলবে মঙ্গলবার পর্যন্ত।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত