চ্যাম্পিয়নস লিগের ফাইনাল রাশিয়ায় নয় প্যারিসে

  ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৫০ |  আপডেট  : ২৪ নভেম্বর ২০২৪, ০৬:০৫

ইউক্রেনে হামলা করার কারণে ২০২২ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল রাশিয়ায় হবে না। এখন এটি হবে প্যারিসে।

বিবিসির খবরে জানা গেছে, আজ শুক্রবার উয়েফার নির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। চ্যাম্পিয়নস লিগে রাশিয়া এবং ইউক্রেনের যেসব ক্লাব বা দল অংশ নিচ্ছে, পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তাদের খেলাগুলো অন্য কোনো দেশের নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

ইউক্রেন-রাশিয়ার মধ্যে চলমান দ্বন্দ্বের উত্তেজনা ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। দুই দেশের এমন উত্তেজনা সহজেই থামছে না। এর প্রভাব পড়ে ফুটবলে। আগামী ২৮ মে  রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে হওয়ার কথা ছিল চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। এখন আর সেখানে হচ্ছে না ম্যাচটি।  হবে ফ্রান্সে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত