চিকিৎসা শেষে দেশে ফিরলেন হাজী সেলিম
প্রকাশ: ৫ মে ২০২২, ১৩:২৭ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ১৮:২২
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম। আজ বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে ঢাকায় পৌঁছান তিনি।
খবরটি নিশ্চিত করেছেন হাজী সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল। তিনি বলেন, 'স্যার আজ দুপুর সোয়া ১২টার দিকে ঢাকায় ফিরেছেন। চিকিৎসকের পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গত ৩০ এপ্রিল ব্যাংককে গিয়েছিলেন তিনি। সেখানে ফলোআপ চেকআপ করা হয়েছে। এখন তার অবস্থা আগের চেয়ে অনেকটাই ভালো।' এ ছাড়া তিনি আরও জানান, পুরোপুরি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন হাজী সেলিম।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত