চলে গেলেন চিত্রনাট্যকার শিব কুমার

  বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২২, ১৪:০৬ |  আপডেট  : ৩ জানুয়ারি ২০২৫, ১৮:১৭

বলিউড অভিনেতা ও চিত্রনাট্যকার শিব কুমার সুব্রহ্মণ্যম মারা গেছেন। রোববার রাতে মুম্বাইয়ে তার মৃত্যু হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে— সোমবার সকালে শিব কুমার সুব্রহ্মণ্যমের মৃত্যু সংবাদ জানান অভিনেত্রী আয়েশা রাজা। 

তিনি লেখেন— ‘আর কী বলব আমার বন্ধু… শান্তিতে ঘুমিও, সব যন্ত্রণা থেকে মুক্তি পেলে’।

শিব কুমার সুব্রহ্মণ্যম ‘টু স্টেটস’, ‘হিচকি’, ‘নেইলপলিশ’, ‘রকি হ্যান্ডসাম’সহও অনেক ছবিতে অভিনয় করেছিলেন। 

সর্বশেষ তাকে দেখা গেছে ‘মিনাক্ষী সুন্দরেশ্বর’ ছবিতে সানিয়া মালহোত্রার বাবার চরিত্রে।

চিত্রনাট্যকার হিসেবে সিনেমায় যাত্রা শুরু করেছিলেন সুব্রহ্মণ্যম। ১৯৮৯ সালে বিধু বিনোদ চোপড়ার ‘পারিন্দা’র চিত্রনাট্য লিখেছিলেন তিনি। এ ছাড়া লিখেছেন ‘১৯৪২: অ্যা লাভ স্টোরি’, ‘ইস রাত কি সুবাহ নাহি’, ‘অর্জুন পণ্ডিত’, ‘চামেলি’, ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’ এবং ‘তিন পাত্তি’র চিত্রনাট্য। ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’ ছবির জন্য ‘সেরা গল্প’ এবং ‘পারিন্দা’ ছবির জন্য ‘সেরা চিত্রনাট্যকার’ হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন তিনি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত