চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ: আশাবাদ অর্থমন্ত্রীর
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ২০:০০ | আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৪:৫০
চলতি ২০২১-২০২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ—এমন আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিভিন্ন দেশে অনুষ্ঠিত রোডশো’র আউটকাম তো আছেই। রোডশো করার সঙ্গে সরাসরি কোনও হস্তক্ষেপ হয় বলে বিশ্বাস করি না। এখনও বিশ্বের মানুষ মনে করে আমাদের যে অগ্রগতি ও অর্জন, এটা বিস্ময়ের বিষয়।’
জিডিপির প্রবৃদ্ধি বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান অর্থবছরে আমাদের প্রাক্কলিত প্রবৃদ্ধি রয়েছে ৭ দশমিক ২ শতাংশ। আমরা বিশ্বাস করি, ৭ দশমিক ২ শতাংশ অর্জন করতে পারবো। আমাদের এক্সপোর্টও বেড়েছে। এক্সপোর্টে যা আশা করেছিলাম তার চেয়ে বেশি হয়েছে।’
তিনি বলেন, ‘দেশে তৈরি করা জিনিস আমরা ব্যবহার করতে চাই। সে জন্য আমরা সময় বেশি নিচ্ছি। কারণ, মেড ইন বাংলাদেশ ইজ অ্যা কনসেপ্ট, ইজ অ্যা ফিলোসফি। আপনাকে বুঝতে হবে আগামী ৫০ বছরকে সামনে রেখে আমরা কিন্তু এ ধরনের ফিলোসফি ধারণ করছি। আমরা ইম্পোর্ট করে আনলে সহজেই করা যায়। কিন্তু আমরা ইম্পোর্টেড প্রোডাক্ট দেখতে চাই না। আমরা নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবো।’
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত